
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঝুলন গোস্বামীকে সম্মানিত করল সিএবি। ইডেনের 'বি' ব্লকের একটি স্ট্যান্ডের নামকরণ হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নামে। ২২ জানুয়ারি ইডেনে টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। তার আগেই ঝুলন গোস্বামী স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। একই সঙ্গে শহিদ সেনা আধিকারিক কর্নেল এনজে নায়ারের নামেও একটি স্ট্যান্ড হবে। মঙ্গলবার তার আনুষ্ঠানিক ঘোষণা করে সিএবি। ইডেন থেকেই ঝুলনের উত্থান। সেই মাঠেই নিজের নামে স্ট্যান্ড, যেন বিশ্বাসই হচ্ছে না তারকা ক্রিকেটারের। ঝুলন বলেন, 'আমি স্বপ্নেও ভাবিনি ইডেনে আমার নামে স্ট্যান্ড হবে। বিশ্বে কয়েকটা জায়গায় মহিলা ক্রিকেটারদের নামে গেট আছে। মনে হয় স্ট্যান্ড নেই। এটাই প্রথম। সৌরভ গাঙ্গুলিকে আদর্শ মেনে বড় হয়েছি। তাঁর সামনে এই ঘোষণায় অত্যন্ত গর্ব অনুভব করছি।' এই সম্মানের জন্য সিএবিকে ধন্যবাদ জানান ঝুলন।
এদিন অনেক অজানা তথ্য ফাঁস করেন সৌরভ। জানালেন, তাঁর অবসরের পরে টিভিতে ক্রিকেট দেখতেন না তাঁর মা। ঝুলন সেই অভ্যাস বদলায়।
সৌরভ বলেন, 'অন্যান্যদের মতো আমাদের বাড়িতেও সন্ধেয় টিভিতে সিরিয়াল দেখার চল আছে। তবে আমি দেখি না। আমার হাতে টিভির রিমোট থাকলেই ক্রিকেট দেখার চেষ্টা করি। তবে এক রবিবারের সন্ধের কথা মনে আছে। রাত আটটা-সাড়ে আটটা বাজে। চ্যানেল ঘোরানোর সময় মা হঠাৎ বলল, খেলাটা দে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কোন খেলা? মা বলে, ঝুলনদের খেলা আছে। আমি অবসর নেওয়ার পর মা আর ক্রিকেট দেখত না। কিন্তু ঝুলনের খেলা দেখত।' মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, স্নেহাশিস গাঙ্গুলি, সম্বরণ ব্যানার্জি, অভিষেক ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লা, সৌরাশিস লাহিড়ী, শিবশঙ্কর পাল প্রমুখ। এছাড়াও ছিলেন সেনাবাহিনীর আধিকারিকরা। মঙ্গলবারই অনূর্ধ্ব-১৫ একদিনের টুর্নামেন্টে পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা। ইডেনের মঞ্চে দাঁড়িয়েই চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?